নুসরাত সুলতানা

নুসরাত সুলতানা

নুসরাত সুলতানা, পিতা- শিক্ষক ও মুক্তিযোদ্ধা আবুয়াল ইসলাম খান (মৃত)। মাতা- শিক্ষিকা মোসা. খালেদা বেগম (মৃত)। বর্তমান ঠিকানা- স্বামী ও একমাত্র পুত্র সন্তান নিয়ে বর্তমানে মিরপুর সেনানিবাসে বসবাস করছেন। পেশা- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি তে সিভিলিয়ান স্টাফ অফিসার হিসেবে কর্মরত আছেন। পড়াশোনা- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রকাশিত গ্রন্থ-
ছায়া সহিস (কাব্যগ্রন্থ)-২০১৯, গহিন গাঙের ঢেউ (কাব্যগ্রন্থ)-২০২০, পায়রার পায়ে আকাশের ঠিকানায় (পত্রকাব্য সংকলন)-২০২১, মৌতাত- (গল্পগ্রন্থ)-২০২২, মহাকালের রুদ্রধ্বনি (কাব্যগ্রন্থ)- ২০২২। নিয়মিত লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে, দেশ বিদেশের বিভিন্ন লিটলম্যাগ এবং ওয়েবম্যাগে।

নুসরাত সুলতানা এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon